শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষীপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ২ ছাত্রী ধর্ষন

লক্ষীপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ২ ছাত্রী ধর্ষন

লক্ষীপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ২ ছাত্রী ধর্ষন

লক্ষ্মীপুর , ৩০ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরের নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম ও অষ্টম শ্রেনীর দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ অভিযুক্ত শিক্ষক ইমাম হোসেনকে পুলিশে সোপর্দ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও অভিবাবকদের প্রতিবাদ বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষক ইমাম হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে এবং নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার কৃষি বিভাগের সহকারি শিক্ষক বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনাকে ঘিরে যৌন হয়রানির শিকার ছাত্রীদের অভিবাবকরা শনিবার লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করে। এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষ একই অভিযোগে অভিযুক্ত শিক্ষককে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু সন্তোষজনক জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এই ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানায় তারা।

ভুক্তভোগী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, মাদ্রাসার অভ্যান্তরে প্রাইভেট পড়ানোর নাম করে কৃষি বিভাগের সহকারী শিক্ষক ইমাম হোসেন ছাত্রীদের দীর্ঘদিন যাবৎ নানাভাবে উক্ত্যক্ত ও হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি পঞ্চম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনাটি অন্য সহপাঠীরা দেখে ফেলে। এ নিয়ে গত ২৩ সেটেম্বর মাদ্রাসা সুপারের কাছে লিখিত অভিযোগ করে ছাত্রীরা। এরই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর ও ১৫ অক্টোবর আলাদাভাবে অভিযুক্ত শিক্ষককে দুই দফা কারন দর্শানোর নোটিশ দেন মাদ্রাসা সুপার আতিকুর রহমান। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় আজ বিক্ষুব্ধদের তোপের মুখে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে ভিকটিমদের পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তদন্ত করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত