হোসেনপুর (কিশোরগঞ্জ), ৩০ অক্টোবর, এবিনিউজ : হোসেনপুরে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী (অর্নাস) কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াস কর্মসূচি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, ব্র্যাক জেলা প্রতিনিধি বজলুর রশিদ, ব্র্যাক ওয়াসের পিও মোঃ ইব্রাহিম প্রমুখ।
এ সময় শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি