![শ্রীমঙ্গলে পরীক্ষা উপকরন বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/30/study_abvnews_108104.jpg)
শ্রীমঙ্গল, ৩০ অক্টোবর, এবিনিউজ : অাজ সোমবার বিকেলে পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের অায়োজনে জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্কুল অডিটোরিয়ামে অায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রীতা দত্ত। প্রধান অতিথি ছিলেন স্বাস্হ্য বিভাগের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ও এসিস্ট্যান্ট গভর্নর অবিনাশ অাচার্য, পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল অাফরোজ বেগম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্লাবের সদস্য ডা. পুস্পিতা খাস্তগীর।
পরে বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক জেএসসি ও পিএসসি পরীক্ষার্থীর মাঝে পরিক্ষা উপকরন বিতরন করা হয়।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/এমসি