![বাংলাদেশ সময় পত্রিকার সম্পাদকরে মৃত্যুতে কাউখালী রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/30/pirojpur_abnews24_108159.jpg)
পিরোজপুর, ৩০ অক্টোবর, এবিনিউজ : বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার সম্পাদকরে মৃত্যুতে কাউখালী রিপোর্টার্স ইফনিটির শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় পত্রিকার সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ হান্নান ফিরোজের মৃত্যুতে কাউখালী কাউখালী রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের প্রতি শোক প্রকাশ করেছেন কাউখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সহ-সভাপতি হাফেজ মাছুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, যুগ্ম সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, হাফিজুর রহমান বাদল, দেবদাস মজুমদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ গাজী আনোয়ার, মোঃ ছায়ফুল্লাহ মনির, মোঃ কামরুজ্জামান খান, মোঃ নুরুল হুদা বাবু, মোঃ এনামুল হক সহ সকল সদস্যবৃন্দ।
সাংবাদিক বৃন্দ মরহুমের রুহের মসাগফিরাত কামনা সহ শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি