সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

রংপুর সিটিতে ভোট আগামী ২৮ ডিসেম্বর

রংপুর সিটিতে ভোট আগামী ২৮ ডিসেম্বর

রংপুর, ৩০ অক্টোবর, এবিনিউজ : রংপুর সিটি করপোরেশনে (রসিক) আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নথি মঙ্গলবারের কমিশন সভার জন্য প্রস্তুত করা হয়েছে বলে ইসি সূত্র জানা গেছে। সূত্র জানায়, রংপুর সিটির জন্য নথি তৈরি করা হয়েছে। নথিতে এ সিটির ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রাখা হয়েছে ২৭ নভেম্বর।

রসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ১২ কিংবা ১৩ নভেম্বর। বিষয়টি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রথমবারের মতো রসিকে ২০১২ সালের ২০ ডিসেম্বর ভোট হয়। এ সিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ১৭ ফেব্রুয়ারি। এ সিটির মেয়াদ হবে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি যার পূর্বের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এই হিসেবে রসিক নির্বাচনের সময় (১৮০ দিন) গণনা চলতি বছরের ২১ আগস্ট থেকে শুরু হয়েছে।

সূত্র জানায়, ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের মত। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়াও মঙ্গলবার কমিশন যেসব বিষয় উপস্থাপন করা হচ্ছে সেগুলো হল- বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশাবলী হালনাগাদ।

বিকাশ লিমিটেড এর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, ২০১২ সালের হালনাগাদ পরবর্তী সময়ে ভোটার তালিকাভুক্ত নাগরিকগণের জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়ে মাননীয় কমিশনের মতামত ও সিদ্ধান্ত, একাদশ জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন উপলক্ষে জাতিসংঘের কারিগরি সহায়তা প্রদান এবং একাদশ জাতীয় সংসদের নির্বাচনী কার্যক্রম গতিশীল করার জন্য প্রয়োজনীয় সফ্টওয়ার তৈরির বিষয়টিও সভার নথিভুক্ত করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত