
ঢাকা, ৩১ অক্টোবর, এবিনিউজ :নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার আজকের দিনটি মধ্যম। পিঠের ব্যথায় কষ্ট হতে পারে । কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ রাখুন । সৌন্দর্য্য ও প্রসাধনী দ্রব্যের ব্যবসায়ে যুক্ত ব্যক্তিরা অর্থ বিনিয়োগ করুন । প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সফলতা পাবেন । শুভ রং – লাল, শুভ সংখ্যা – ১।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): আজকের দিনটি আপনার জন্য শুভ। আপনার মনে লুকিয়ে রাখা কোন অদ্ভুত স্বপ্ন পূরণ হতে পারে। আজ কারো প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রিয় কোনও কথা আজ না বলাই ভাল । সময়োচিত সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তার দ্বারা ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত কার্যকর হতে পারে । বিদ্যার্থীরা স্মৃতি বিভ্রমের দরুন শুভ ফল পাবেন না । শুভ রং – সাদা,শুভ সংখ্যা – ৪।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): আপনার আজকের দিনটি মধ্যম । প্রেমিক-প্রেমিকার জন্য আজকের দিনটি শুভ নয়। কাছের বন্ধুর সঙ্গে কোনো কারণে বিবাদ দেখা দিতে পারে। অফিসে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজ পত্র সঙ্গে রাখুন। গুরুজনের শারীরিক অসুস্থতায় সমস্যা হতে পারে । গৃহবাড়ি নির্মাণ নিয়ে প্রিয়জনের সাথে কোনও পরিকল্পনা করতে পারেন । কর্মের কারণে দূর ভ্রমণের যোগ ।শুভ রং – হলুদ শুভ সংখ্যা – ৭।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । প্রয়োজনীয় কোন জিনিস হারানোর সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রের সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক দুশ্চিন্তার কারণে মানসিক এবং শারীরিক অসুস্থতায় ভোগতে পারেন। মানসিক অস্থিরতার কারণে অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে । পরিচিত জনের কারসাজিতে প্রতারিত হওয়ার যোগ । সৃষ্টি জগতের সাথে যুক্ত থাকলে সফলতা পাবেন । শুভ রং – গোলাপী, শুভ সংখ্যা – ৪।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): আপনার আজকের দিনটি শুভ । ব্যবসায়ীক কাজে সফল হতে পারেন আজ। জীবন সাথীর কোনো সাফল্যে আনন্দ লাভ হবে। আজ অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। পারিবারিক কোনও সমস্যা সমাধানে বন্ধুর সক্রিয় সহযোগিতা পাবেন । যাঁরা কোনওপ্রকার পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন তারা পার্টনারের সাথে আলোচনা করতে পারেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ২।
কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): আপনার আজকের দিনটি মধ্যম । পরিবারের কোনো সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কেউ আপনার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে কাজকর্মে বাধা সৃষ্টি করতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অযথা ব্যয় পরিহার করার চেষ্টা করুন।অতিরিক্ত উচ্চাশা বিপত্তির সৃষ্টি করবে । যানবাহন ও ফিনান্সিয়াল সংক্রান্ত কর্মে নিযুক্ত থাকলে শুভ ফল পাবেন । কর্মক্ষেত্রে কোনও রকম শত্রুতা থেকে সাবধান থাকুন । কারিগরি বিদ্যার প্রশিক্ষণে যুক্ত থাকলে বাড়তি উপার্জনের যোগ । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৪।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২২ অক্টোবর): আপনার আজকের দিনটি মধ্যম । কানের কোনও সমস্যায় ভুগতে হতে পারে । কোনও বিষয়ে অতিরিক্ত আশাবাদী হবেন না । আজ কোনও আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটতে পারে । তথ্য প্রযুক্তি ব্যাবহারে সতর্ক হোন। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে। আজ নিজের কাজের জন্য প্রশংসা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৫।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): আপনার আজকের দিনটি শুভ । আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারো সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। ঠাণ্ডাজনিত সংক্রমণ থেকে সাবধান থাকুন । আজ সকলক্ষেত্রে বুঝেশুনে চলার দিন । তাই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল । কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনও কর্মে নিযুক্ত থাকলে বাড়তি উপার্জন লাভের যোগ । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৪।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত । আত্মবিশ্বাস ও মানসিক বলই আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে ।কর্মস্থলে মানসিকভাবে শক্ত থাকতে হবে যে কোন পরিবেশের জন্য। সম্পত্তি সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। অভিনয় বা চারুকলা জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন । শুভ রং – হলুদ, শুভ সংখ্যা – ১।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): আপনার আজকের দিনটি মধ্যম । বাতজ ব্যথায় কষ্ট হতে পারে । সকল ক্ষেত্রে আজ নিরপেক্ষ মত প্রদান করুন । খাদ্যদ্রব্যের সাথে যুক্ত ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবার যোগ । বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে হবে আজ । মাতৃস্থানীয়া স্বজনদের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম-যোগ শুভ।শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৭।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার আজকের দিনটি মধ্যম । বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেত পারেন। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধির সুযোগ পাবেন। ব্যাবসায়ীক বকেয়া টাকা আদায় সফলতা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য বা বন্ধুর সাহায্যে কোনো অসমাপ্ত কাজে আলোর মুখ দেখতে পারেন। পায়ের হাড় বৃদ্ধির সমস্যায় হাঁটা চলায় অসুবিধা হতে পারে। বিদ্যার্থীরা নিজ কৃতিত্বের সম্মান পাবেন । পারিবারিক কোনও সমস্যা সমাধানে গুরুজনের পরামর্শকে কাজে লাগান । শুভ রং – সাদা, শুভ সংখ্যা – ৬।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): আপনার আজকের দিনটি মধ্যম । অপ্রত্যাশিতভাবে নতুন কোনো কর্মসংস্থানের খবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিবারে কারো বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও আছে। মানসিক স্থিরতা থেকে সকল সিদ্ধান্তগুলি নিন । কর্মক্ষেত্রে আপনার দক্ষতার মূল্য না পাওয়ায় হতাশা বাড়তে পারে । বহুদিনের কোনও সম্পর্কে সমস্যা আসতে পারে । শুভ রং – কমলা, শুভ সংখ্যা – ৩।
এবিএন/জসিম/নির্ঝর