![শিবপুরের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার বড় ভাই ইন্তেকাল করেছেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/norshindi-molla_108220.jpg)
শিবপুর (নরসিংদী) , ৩১ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর-৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার বড় ভাই মো: নুরুল ইসলাম মোল্লা (৬৮) ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ ৪ মাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে আজ ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৭.৩০মি: ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ নাতি-নাতনি ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর বাজনাবো আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এবিএন/ আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর