![তারাগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/rongpur_abnews24 copy_108236.jpg)
তারাগঞ্জ (রংপুর), ৩১ অক্টোবর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ বুধবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষা বছরে তারাগঞ্জ উপজেলায় জেএসসি ও জেডিসিতে তারাগঞ্জ বালিকা ও/এ উচ্চ বিদ্যালয় ১০১৬, তারাগঞ্জ মডেল ও/এ উচ্চ বিদ্যালয় ৭৬৫।
তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা ৩২৪ তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ২১০৫ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যথারীত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি