বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • উবাচ
  • ‘খালেদা জিয়া একটা থ্যাংকস দিতে পারতেন’

‘খালেদা জিয়া একটা থ্যাংকস দিতে পারতেন’

‘খালেদা জিয়া একটা থ্যাংকস দিতে পারতেন’

ঢাকা, ৩১ অক্টোবর, এবিনিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব যেখানে শেখ হাসিনা সরকারের প্রশংসা করলো সেখানে খালেদা জিয়া একটা থ্যাংকস দিতে পারতেন। তা না করে তিনি উল্টো সরকারকে ব্যর্থ বলেছেন। জনগণই এর বিচার করবে। গতকাল সোমবার রাজধানীর এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার প্রতি অভিযোগ করে কাদের বলেন, ত্রাণ দিতে গিয়ে ত্রাণ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছেন। পুরো সাত দিন রাস্তা অচল করেছেন খালেদা জিয়া। তিনি আরও বলেন, খালেদা জিয়া ভেবেছিলেন লাখ লাখ মানুষের ঢল নামবে, কিন্তু না মাত্র পাঁচ থেকে সাত হাজার। জনতার ঢল কোথাও নামেনি।

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত