![বিদেশ পাঠানোর নামে প্রতারনার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/manikgoanj_abnews24 copy_108254.jpg)
মানিকগঞ্জ, ৩১ অক্টোবর, এবিনিউজ : নিজেকে পরিচয় দেয় ফরেন এডুকেশন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক নামে। তার ফেসবুকে বিভিন্ন বিদেশীদের সাথে তোলা ছবি অাপলোড করে বুঝায় সে বিদেশী বায়ারদের সাথে কাজ করে ও তাদের সাথে তার সুসম্পক রয়েছে। প্রচার করে বিদেশীদের দিয়ে সে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনার জন্য ছাত্র ও কাজ করে অর্থ উপার্যনের জন্য শ্রমিক পাঠাতে পারে।
এভাবেই প্রতারণার জাল বিস্তার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মামুন রানা নামের এক ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এমনি অভিযোগ পাওয়া গেছে মামুন রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সে অাবার বিদেশে লোক পাঠানোর নামে ঢাকায় খুলে বসেছে প্রতারনার অফিস। ইতিমধ্যে প্রতারনা করে বেশ কয়েকজন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দুবার অফিস পরিবতন করে গা ডাকা দিয়েছে।
জানা গেছে, সাটুরিয়ার উপজেলার বালিয়াটি খলিলাবাদ গ্রামের অাজিজুল এর পুত্র মামুন রানা (৩৮), বিদেশে শ্রমিক ও ছাত্র পাঠানোর নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানায়, মামুন রানা নিজেকে পরিচয় দেয় ফরেন এডুকেশন সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক নামে। বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি তার ফেসবুকে বিভিন্ন বিদেশীদের সাথে তোলা ছবি অাপলোড করে বুঝায় সে বিদেশী বায়ারদের সাথে কাজ করে ও তাদের সাথে তার সুসম্পক রয়েছে। প্রচার করে বিদেশীদের দিয়ে সে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশুনার জন্য ছাত্র ও কাজ করে অর্থ উপার্যনের জন্য শ্রমিক পাঠাতে পারে। এ ভাবে নিজেকে উপস্থাপন করে প্রতারনা করছে মামুন। মামুন রানা বিদেশে পাঠানোর নামে রায়হান, বাবুল, সোহেল, মনোয়ার হোসেনসহ অারো কয়েক যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সাটুরিয়ার উপজেলার বালিয়াটি খলিলাবাদ গ্রামের নাছির উদ্দিনের পুত্র বাবুল হোসেন জানায়, নিজ গ্রামের ছেলে হওয়ায় ২ বছর অাগে মামুন রানার কাছে মালেশিয়া যাওয়ার জন্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা দেই। কিন্ত প্রতারণা করে সে অামার টাকা হাতিয়ে নিয়েছে। বিদেশে পাঠায়নি। সে তার অফিসে অামার পাসপোস্ট অাটকিয়ে রেখেছে। টাকা ফিরত দিচ্ছেনা। ফোন দিলে ধরে না। এভাবে বিদেশ পাঠানোর নামে সাটুরিয়ার উপজেলার বালিয়াটির জাবেদ অালীর পুত্র মনোয়ার হোসেন ও সোহেল নামের যুবকদের সাথে প্রতারনা করে বিদেশ পাঠানোর নামে টাকা হাতিয়ে নিয়েছে মামুন।
জানা গেছে, রাহাত খান নামের এক যুবকের কাছ থেকে বছর খানেক পূর্বে তাকে ইউরোপে স্টুডেন্ট ভিসায় পাঠানোর জন্য ১ লক্ষ টাকা হাতিয়ে নেয় মামুন রানা। রায়হানকে কোন ধরনের সহযোগীতা না করে তার টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়ে তা ফেরত দেবার নামে নানা তারিখ দিয়ে তাদের হয়রানি করছে।
এ বিষয়ে কথা বলতে মামুন রানার সাথে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও সে ফোন ধরেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানায়, বিদেশে মানুষ পাঠানোর নামে মামুনের প্রতারনার বিষয়টি অামরা অবহিত অাছি। তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অভিযোগ প্রমানিত হলে যেকোন সময় মামুন রানাকে অাইনের অাওতায় অানা হবে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি