![খাগড়াছড়িতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ: আহত ৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/chori@abnews_108271.jpg)
খাগড়াছড়ি, ৩১ অক্টোবর, এবিনিউজ : খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শহরে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি পৌর শাখার আহ্বায়ক বেলাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সমর্থকরাও পাল্টা মিছিল বের করেন। উভয় পক্ষের মিছিলটি শহরের মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবদুল আওয়াল জানান, শ্রমিক লীগ নেতা বেলাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলে মেয়র রফিকুল আলমের পক্ষ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি ফাঁকা গুলি ছুড়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে মেয়র রফিকুল আলমের নেতৃত্বে হামলা চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোঠান চৌধুরীসহ পাঁচ নেতাকর্মীকে আহত করেছে।
অপরদিকে মেয়র রফিকুল আলম পাল্টা অভিযোগ করে বলেন, গত কয়েক দিনে পুলিশের সহযোগিতায় এমপি গ্রুপের সন্ত্রাসীরা শহরের বিভিন্ন স্থানে তাঁর একাধিক সমর্থকের বাড়িঘরে হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে আহত করেছে। আজকেও পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাঁর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পথচারীসহ ছয়জনকে আহত করেছে।
এবিএন/মমিন/জসিম