![কাউখালীতে কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ ১৭ পালনের সমাপনী অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/kaukhali-map_108281.jpg)
কাউখালী, ৩১ অক্টোবর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আজ মঙ্গলবার বিকালে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার এর সভাপতিত্বে এক কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ -১৭ পালনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তাব্য দেন, কাউখালী উপজেলার দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু, কাউখালী পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাডঃ চন্দ্র শেখর দে, জেলা শাখার সাধারন সম্পাদক শাহীদা হক এবং কর্মীদের পক্ষ থেকে হনুফা আক্তার পুতুল। সঞ্চালক ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার। সভায় ৬০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিল।
পরিশেষে সাংস্কৃতিক সম্পাদক লিলিকনা হালদারের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান সমাপ্ত হয়। আলোচ্য বিষয় ছিল সাংগঠনিক পক্ষ-১৭ পালনের বাস্তবায়িত কর্মসূচীর ধারাবাহিক বর্ণনা, মহিলা পরিষদ, কাউখালী শাখার সংগঠনের সংক্ষিপ্ত বর্ননা এবং ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদ প্রতিরেধে সকলকে সচেতন করা।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক