বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কমলগঞ্জে রাস উৎসব শনিবার

কমলগঞ্জে রাস উৎসব শনিবার

শ্রীমঙ্গল, ৩১ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপে রাস উৎসব অাগামী শনিবার সাড়ম্বরে উদযাপিত হবে। অাগামী শনিবার শারদীয় রাসপূর্ণিমা। গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের সুমহান ঐতিহ্যের ধারায় রাস পূর্ণিমার পুণ্য তিথিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপে ১৭৫তম শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরন মহোৎসব অনুষ্ঠান বিপুল উৎসাহ ও উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের সকল প্রস্তুুতি সম্পন্য হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণ অবিনাশী, অপরিমেয়, নির্গুন, গুণনিয়ন্তা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলার মাধ্যমে মানবের মধ্যে ভগবত প্রেম, অাত্না ও পরমাত্নার মধ্যে প্রেমাস্বাদন করেছিলেন। শ্রীকৃষ্ণের রাসলীলা অমৃতবার্তার মধ্য দিয়ে মানবপ্রেমের নির্মল সুখ, শান্তি ও অনাবিল অানন্দ বিজরিত। শারদীয় রাসপূর্ণিমার পুণ্যতিথিতে অায়োজিত শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরন অনুষ্ঠান সনাতন দিব্য চেতনায় ধর্মীয় মানবিক সৌহার্দ্যে সত্যসুন্দরের মহামিলনমেলায় পরিনত হবে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ অায়োজিত অনুষ্ঠানে শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে গোধুলিলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য, সন্ধ্যা ৭ টায় ১৭৫ তম শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলার স্মারক স্তম্ভ উদ্বোধন, সন্ধ্যা সাড়ে ৭টায় অালোচনা সভা, রাত সাড়ে ৯টায় নট সংকীর্তন ও রাত সাড়ে ১১টা থেকে ঊষালগ্ন পর্যন্ত মহারাসলীলানুসরন অনুষ্ঠিত হবে।

ওইদিন জোড়ামণ্ডপ প্রাঙ্গনে হরেক পণ্যের বিরাট মেলা বসবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাস উৎসবে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ যোগ দেবেন। হাজার হাজার মানুষের পদভারে মুখর হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. অাব্দুস শহিদ এমপি।

এবিএন/অাতাউর রহমান কাজল /জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত