বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে খালেদার বহরের গাড়ী থেকে লাঠি-সোটা প্রদর্শন

ফেনীতে খালেদার বহরের গাড়ী থেকে লাঠি-সোটা প্রদর্শন

ফেনীতে খালেদার বহরের গাড়ী থেকে লাঠি-সোটা প্রদর্শন

ফেনী, ৩১ অক্টোবর, এবিনিউজ : ফেনীতে এবার বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার বহরে গাড়ীতে লাঠি নিয়ে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে নেতাকর্মীদের। আজ মঙ্গলবার বিকেলে ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর ফেনীর মহিপাল অতিক্রম করার সময় বহরে গাড়ীর দরজা খোলা রেখে লাঠি-সোটা প্রদর্শন করে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

স্থানীয় একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, গত ২৮ অক্টোবার শনিবার কক্সবাজারের উদ্দেশ্যে খালেদা জিয়ার গাড়ী বহর ফেনী অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এসময় বেশ কয়েকটি গণমাধ্যমের গাড়ী ভাংচুর ও সাংবাদিকদের আহত করে।

আজ মঙ্গলবার ফিরতে পথে এধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। মহাসড়কের দু’ পাশে অবস্থানরত বিএনপিকর্মীরাও ফেস্টুনের আড়ালে মোটা বাঁশের লাঠি নিয়ে সতর্ক অবস্থানে ছিলো।

তবে গাড়ী বহর মহিপাল অতিক্রমের পর রাস্তার পাশে পার্কিং করা দুইটি গাড়ীতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।তাৎক্ষনিক ঘটনাস্থলের পাশে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে ২৮ অক্টোবর শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালেদা জিয়া। নিজ জেলা ফেনীতে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার জন্য যাত্রা বিরতি কালে মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় তাঁর গাড়ী বহর হামলার শিকার হয়। দূর্বৃত্ত্বদের হামলায় বেশ কয়েকটি মিডিয়ার গাড়ী ভাংচুর ও সাংবাদিকরা আহত হন। এছাড়াও মহাসড়কের দাউদকান্দি ও মিরসরাইয়ে হামলার শিকার হয় বেগম খালেদা জিয়ার গাড়ী।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত