বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুলাউড়ায় পরিবহনের ধাক্কায় যুবকের পা দ্বিখন্ডিত

কুলাউড়ায় পরিবহনের ধাক্কায় যুবকের পা দ্বিখন্ডিত

কুলাউড়ায় পরিবহনের ধাক্কায় যুবকের পা দ্বিখন্ডিত

কুলাউড়া (মৌলভীবাজার), ৩১ অক্টোবর, এবিনিউজ : কুলাউড়ায় এনা পরিবহন গাড়ীর ধাক্কায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের এক পা দিখন্ডিত হয়েছে এবং অন্য পায়ের গোলাড়ী ভেংগে হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্বার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্থর করা হয়েছে। দুর্ঘটনাটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার চাতলগাও এলাকায় কুলাউড়া-মৌলভীবাজার রোডে ঘটেছে।

পুলিশ, ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-৭০৫৬) বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় চাতলগাও মসজিদের পাশে রাস্তা ছেড়ে রং সাইডে গিয়ে ভ্যান চালককে ধাক্কা দিয়ে পাশের একটি গাছ উপড়ে ফেলে আটকে যায়।

বাসের ধাক্কায় পিপাসা আইক্রীমের ভ্যান চালক কুলাউড়া পৌর এলাকায় মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুবের আহমদ হাসান (৪০) গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, গাড়ীর ধাক্কায় আহত যুবকের ১ পা দ্বিখন্ডিত হয় এবং অপর পা’র গোড়ালী ভেংগে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। জনতা ঘটনাস্থলে এনা গাড়ী আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে পুলিশ গাড়ীটি উদ্বার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর পর গাড়ীর চালক হেলপার পালিয়ে যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:শামীম মুসা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ী উদ্বার করে থানায় নিয়ে আসি।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত