![লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/01/rally_abnews_108489.jpg)
লক্ষ্মীপুর, ০১ নভেম্বর, এবিনিউজ : যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক আয়োজিত জাতীয় যুব দিবস ও আলোচনা সভায় যুব ঋণের চেক, যুব কল্যাণ তহবীলের চেক ও সনদ বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর জেলা উপ-পরিচালক মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার অণির্বান চাকমা, মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা প্রমূখ।
উক্ত যুব দিবসে আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় যুব সংগঠন ধ্রুবতারা জেলা সভাপতি একিউএম সাহবুদ্দিন, বাংলা বর্ণের সভাপতি আলতাফ হোসেন প্রমূখ। চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও জেলা সাধারন সম্পাদক মুহাম্মদ মনজুর হোসাইনের নেতৃত্বে ধ্রুবতারা সংগঠিত হয়ে সুশৃঙ্খলিত হয়ে জেলা প্রশাসকের সভাকে সাফল্যমন্ডিত করেন।
একিএম সাহাবুদ্দিন বলেন যুবদের বি-পথ থেকে, অপরাধ মূলক কর্মকান্ড থেকে যুবদের ফিরিয়ে এনে তাদের সঠিক কাজে লাগাতে হবে। যুবদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। তিনি যুবদের সঠিক পথে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার আহবান জানান।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি