বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রামপুলিশ সদস্য গ্রেফতার

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রামপুলিশ সদস্য গ্রেফতার

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রামপুলিশ সদস্য গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল), ০১ নভেম্বর, এবিনিউজ : আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রামপুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার টাকাবাড়ি গ্রামের দুলাভাইর বাড়ি থেকে গৃহবধূ ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রামপুলিশ সদস্য কৃষ্ণকান্ত মধুকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন।

থানাসূত্রে জানা গেছে, জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের মৃত হরিচরণ মধুর ছেলে গ্রামপুলিশ সদস্য কৃষ্ণকান্ত মধু (৫৫) চলতি বছরের ২৯ আগস্ট রাতে পার্শ্ববর্তী বাড়ির এক দিনমজুরের স্ত্রীকে তার স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে ধর্ষণ করে।

৩০ আগস্ট ধর্ষিতা ওই গৃহবধু বাদী হয়ে কৃষ্ণ কান্ত মধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার রাতে এসআই দেলোয়ার হোসেন তাকে উজিরপুর উপজেলার টাকাবাড়ি গ্রামের দুলাভাইর বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত