বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দেয়ায় মৃত্যুশয্যায় অন্ত:স্বত্তা গৃহবধূ

আগৈলঝাড়ায় ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দেয়ায় মৃত্যুশয্যায় অন্ত:স্বত্তা গৃহবধূ

আগৈলঝাড়ায় ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দেয়ায় মৃত্যুশয্যায় অন্ত:স্বত্তা গৃহবধূ

আগৈলঝাড়া (বরিশাল), ০১ নভেম্বর, এবিনিউজ : আগৈলঝাড়ায় চিকিৎসকের ব্যবস্থপত্র পাল্টে দোকানীর দেয়া ঔষধ খেয়ে অন্ত:স্বত্তা এক গৃহবধূ এখন মৃত্যুশয্যায়।

ওই গৃহবধূর পরিবার ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের প্রতিবন্ধী জালাল বখতিয়ারের মেয়ে প্রবাসী জাহাঙ্গীর আলমের ৭ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী সাথী বেগম গত সোমবার শারীরিক অসুস্থতা নিয়ে স্থানীয় পয়সারহাট আদর্শ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা দাস রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র লিখে দেন।

ব্যবস্থাপত্র নিয়ে সাথীর বাবা প্রতিবন্ধী জালাল জেনারেল হাসপাতাল সংলগ্ন মিজান বক্তিয়ারের ঔষধের দোকান থেকে ঔষধ কিনে তার মেয়েকে সেবন করায়। ঔষধ সেবনে সাথীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে সাথীর প্রতিবন্ধী বাবা ও মা পুনরায় ঔষধ ও ব্যবস্থাপত্রসহ চিকিৎসক অনন্যা দাসের কাছে যান। ডা. অনন্যা দাস তার দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী দোকানী তাকে ঔষধ দেয়নি বলে জানান।

চিকিৎসকের কথা শুনে সাথীর বাবা তাৎক্ষণিক ঔষধ ও প্রেসক্রিপশন নিয়ে মিজানের দোকানে গেলে মিজান ও তার বড়ভাই আউয়াল বক্তিয়ার প্রতিবন্ধী জালালকে গালাগাল করে মারধর করে। এনিয়ে ওই এলাকায় সাধারণ লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অন্ত:স্বত্তা সাথীর অনাগত সন্তান ও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাথীর পরিবার থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত