শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে মাতিয়ে গেলেন লালন শিল্প একাডেমী

কাউখালীতে মাতিয়ে গেলেন লালন শিল্প একাডেমী

কাউখালী, ০১ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলার এক নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কুষ্টিয়া লালন শিল্প একাডেমীর সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান দেলোয়ার সিকদার, ওসি তদন্ত মোঃ মহিবুল্লাহ, জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ। লালন সংগীত শুনতে হাজার হাজার নারী-পুরুষ দর্শকের সমাগম হয়।

এবিএন/সৈয়দ বশির আহমেদ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত