![শিবপুরে কৃষক কিরণ মিয়া নিখোঁজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/01/400_108605.jpg)
শিবপুর (নরসিংদী), ০১ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার বিরাজনগর গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মো: কিরণ মিয়া (৪৫) গত ২৮ অক্টোবর শনিবার ১১টায় বাড়ি থেকে মুরগি নিয়ে পুটিয়া বাজারে বিক্রী করতে যায়।
বাজারে মুরগি বিক্রী করার পর পাওনা টাকা আনার জন্য ছোটাবন্দ মামা শশুর সাফিজ উদ্দিন বাড়িতে যায়। আত্মীয়র বাড়ি থেকে কিরণের আসতে দেরি হওয়ায় তার পরিবারের লোকজন আত্মীয়র বাড়িতে যোগাযোগ করলে তারা জানায় কিরণ রাত ৮টায় খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে গেছে। বহু খোজাখোজির পর এখনো সে বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নং-১৩৩৩, তাং-২৯.১০১৭ইং।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক