![শিবপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুপস্থিত ১৫৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/01/shibpur_108609.jpg)
শিবপুর (নরসিংদী), ০১ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলায় অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার স্কুল কেন্দ্র ৫টি ও মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র ২টি।
উপজেলায় বিদ্যালয়ের সংখ্যা ৪৪টি ও মাদ্রাসার ১৫টি মধ্যে পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছাত্র ২৮৩০ জন, ছাত্রী ৩৫৩১ জন। পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থী ছাত্র ২৭৫০জন, ৩৪৪৭জন ছাত্রী। পরীক্ষায় অনুপস্থিত ছাত্র ৭৫জন, ছাত্রী ৮৪জন। তুলানামূলক হারে ছাত্রদের থেকে ছাত্রীদের উপস্থিতি ও পরীক্ষার্থীর সংখ্যা বেশী।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক