![মুন্সীগঞ্জে বিষ খেয়ে একই পরিবারের ৩ জনের ‘আত্মহত্যা’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/02/munshigoang_abnews24_108620.jpg)
মুন্সীগঞ্জ, ০২ নভেম্বর, এবিনিউজ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একই পরিবারের ৩ জন ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুল মোমিন (৫০), তার স্ত্রীর লুবনা বেগম (৪৪) ও তাদের ছোট মেয়ে সানজিদা আক্তার (৯)।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াস মেম্বার জানান, গ্রামের মাছ ব্যবসায়ী মোমিন, তার স্ত্রী লুবনা বেগম ও মেয়ে সানজিদা একই সঙ্গে ইঁদুর মারা বিষ খান। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন ও তার স্ত্রী মারা যান।
প্রতিবেশীরা জানায়, ৩ জনকে হাসপাতাল নেয়ার আগেই তারা মারা যান। তাদের আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ায় বেঁচে যায়। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কী কারণ তাঁরা বিষ খেলেন তার সঠিক কারণ কেউ বলতে পারছে না।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনজনই বিষ খেয়ে মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
এবিএন/সাদিক/জসিম/এসএ