বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইসলামপুরে একই দিনে সাত কর্মকর্তার বিদায়

ইসলামপুরে একই দিনে সাত কর্মকর্তার বিদায়

জামালপুর, ০২ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে গতকাল বুধবার সাত কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেছে। বিদায়ী কর্মকর্তারা হলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহছানুল মামুন, সাব রেজিষ্ট্রার নোয়াজ মিয়া, জন স্বাস্থ্য প্রকৌশলী রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীন-ই-আলম, সমবায় কর্মকর্তা নবীউল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ফারজানা ইয়াসমিন।

উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

বিদায়ী কর্মকর্তাছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ান,পৌর মেয়র আঃ কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুর রহমান, কৃষি কর্মকর্তা মাতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আহসান আলী, বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী।

আরও বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জেজেকেএম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ সালাম চৌধুরী,কুলকান্দি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সনেট, গোয়ালের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মামুন, পৌর কাউন্সিলর মোহন মিয়া, সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহা আলম মন্ডল প্রমুখ।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত