![চিতলমারীতে ছয়শ’ টমেটো গাছ কর্তন প্রতিপক্ষের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/02/tomato-tree_108647.jpg)
বাগেরহাট, ০২ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক চাষির ক্ষেতের ছয়শ’টি টমেটো গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনার পর ওই চাষির পরিবারের লোকজন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে ওই মাদক ব্যবসায়ীর হুমকির মুখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে এলাকাবাসি। বিষয়টি নিয়ে এলাকার চাষীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় টমেটো চাষিরা জানান, উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত শান্তি হালদারের ছেলে আনন্দ হালদার দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে আসছে। বর্তমানে সে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুবসমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। এ বিষয় নিয়ে সম্প্রতি গরীপুর গ্রামের পরিমল রায় ও তার ভাই ধীরেন্দ্র নাথ রায়ের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে পরিমল রায় ও তার ভাই ধীরেন্দ্র নাথ রায়ের ৬০০ টমেটো গাছ কেটে ক্ষতি সাধন করা হয়েছে বলে তারা জানান।
পরিমল রায় ও তার ভাই ধীরেন্দ্র নাথ রায় জানান, চাষাবাদ করে সংসার চলে তাদের। এ বছর অতিবৃষ্টিতে সবই শেষ হয়ে গেছে। টমেটো ছিল একমাত্র ভরসা। কিন্তু মাদক ব্যবসায়ী আনন্দের ব্যবসায় বাধা দেওয়ায় চরম সর্বনাশ করা হয়েছেু। তাদের টমেটো ক্ষেতের পাশেই একটি চিংড়ি ঘেরের পাড়ে আনন্দ মাদক ব্যবসার আস্তানা গড়ে তুলেছে বলেও তারা জানান।
গরীবপুর গ্রামের গৃহবধূ পূরবী রায় জানান, আনন্দ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। সব সময় সে হাতে একটি রামদা নিয়ে ঘুরে বেড়ায়। বিভিন্ন ভাবে লোকজনকে হুমকি দেয়, ভয় দেখায়।
স্থানীয় মহিলা ইউপি সদস্য দীপ্তি মজুমদার ক্ষোভ প্রকাশ করে জানান, আনন্দ এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন বাধা প্রদান করলে আনন্দ ও তার লোকজন বিভিন্ন ভাবে লোকজনের ক্ষতি সাধন করছে। অনেক সময় পুলিশ তাকে আটক করলেও আবার সে জামিনে বেরিয়ে এসে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে আনন্দ মন্ডল জানান, সে কোন মাদক ব্যবসার সাথে জড়িত নন, এছাড়া ওই টমেটো গাছ কাটার ব্যাপারে সে কিছুই জানেনা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার জানান, আনন্দের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। মাদক ব্যবসার সাথে সে জড়িত থাকলে কোন ভাবেই তাকে ছাড় দেওয়া হবেনা।
এবিএন/এস এস সাগর/জসিম/নির্ঝর