শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রামপালে যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রামপাল (বাগেরহাট) , ০২ নভেম্বর, এবিনিউজ : জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষে ১নভেম্বর বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. নাসির উদ্দিন এর নের্তৃত্বে এক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি দেশের যুব সমাজের কর্মসংস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের সুদ মুক্ত ঋন বিতরনের ভূয়সী প্রসংশা করেন। তিনি এলাকার যুব সমাজকে তথ্য প্রযুক্তির প্রশিক্ষন প্রদান করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যুব উন্নয়ন অফিসারের প্রতি উদাত্ত আহবান জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবকের মাঝে ২,৭৫,০০০/=(দুলক্ষ পচাত্তর হাজার) টাকার চেক বিতরন করেন। আলোাচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে রুমানা প্রমূখ।

এবিএন/মো. সাইফুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত