![জামালপুরে বিয়ের জাল রেজিষ্ট্রিকারী গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/02/arrest_abnews_108667.jpg)
জামালপুর, ০২ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহের জনৈক সোহেল রানা (২৮)’র বিয়ে জাল রেজিস্ট্রিকারী কাজী আবুল হাশেম (৫০) গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে মিলন বাজার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃক কাজী মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের রাজমাউনের ছেলে বলে জানাগেছে।
জানা গেছে, ২০১২ সালে মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে সোহেল রানা (২৭) পার্শ্ববর্তী মাদারগঞ্জের ভেলামারী গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে জুলেখা (২৪)কে বিয়ে করেন। বিয়ের পর সোহেল রানা ঢাকায় একটি মুরগির খামারী ব্যবসা করেন। সোহেল রানা ২ লাখ ৭০ হাজার টাকা শ্বশুর দুলালের কাছে গচ্ছিত রাখেন। শ্বশুর কর্তৃক সেই টাকা আত্মসাতের ঘটনায় শ্বশুর-জামতার মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায় এক বছর আগে শ্বশুর সোহেল রানার পাওনার ৪৫ হাজার টাকা প্রদান করে বাকি ১ লাখ ২৫ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
দ্বিতীয় সন্তান প্রসবের সময় সোহেলের স্ত্রী জুলেখাকে পিত্রালয়ে নিয়ে যান। এরপর শ্বশুর তার প্রতিশ্রুতি ভঙ্গ করে মেয়ে জুলেখাকে আটকে রাখেন। এতেই শেষ নয়; দুলালের মেয়ে-জামতার বিয়ের রেজিস্ট্রি আমুল পরিবর্তন করে এবং কাবিন নামায় এক টাকার স্থলে দুই লাখ টাকা লেখায়। এরপর শ্বশুর উল্টো মেয়ের কাবিনের দুই লাখ টাকা দাবি করে মামলার হুমকী দেয়।
এ নিয়ে কয়েক দফা গ্রাম্য দেনদরবার হয়। সুরাহা নাহওয়ায় বিষয়টি অবশেষে আদালত পর্যন্ত গড়ায়। আদালতে একই বিয়ের পাল্টাপাল্টি দুই ধরণের কাবিন নামা উপস্থাপনা করা হয়। বিজ্ঞ আদালতে বিয়ের জাল রেজিস্ট্রিকারী কাজী আবুল হাশেমমের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারী করে। পুলিশের বিশেষ অভিযানে কাজী আবুল হাশেমকে গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়েছে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি