![শিবপুরে ভুট্টা বুঝাই ট্রাক রাস্তার গর্তে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/02/truc_abnews_108669.jpg)
শিবপুর (নরসিংদী), ০২ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেইটে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ২টি ভুট্টা বুঝাই ট্রাক রাস্তায় বড় গর্তে পড়ে ফেসে গেছে। এই রাস্তায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বিকল্প রাস্তা দিয়ে পরে যান চলাচল শুরু হয়।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী ভুট্টা বুঝাই ট্রাক দুটি কলেজ গেইটে রাস্তায় একটি গর্তে ট্রাকের পিছনের দুটি চাকা ফেসে যায়। পরে পিছনে থাকা ভুট্টা বুঝাই আরও একটি ট্রাক ফেসে যাওয়া ট্রাকটিকে ওভারটেক করার সময় এটিও একই স্থানে ফেসে যায়। তারপর রাস্তা দিয়ে যান চলাচল একে ভারে বন্ধ হয়ে যায়।
প্রশাসন ও জনসাধারনের সহযোগিতায় দুটি ট্রাকে থাকা মালামাল খালাস করার পর এক ঘন্টা পর আবার যান চলাচল শুরু হয়।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি