রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জবস
  • জনবল নিতে চাকরি মেলা করবে কাজী আইটি

জনবল নিতে চাকরি মেলা করবে কাজী আইটি

জনবল নিতে চাকরি মেলা করবে কাজী আইটি

ঢাকা, ০২ নভেম্বর, এবিনিউজ : নিজেদের প্রতিষ্ঠানে আরও লোকবল বাড়াতে রাজধানীতে এককভাবে চাকরি মেলা করবে কাজী আইটি লিমিটেড।

এজন্য আগামী ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিনব্যাপী ওই চাকরি মেলা করবে প্রতিষ্ঠানটি। সেখানেই নিজেরে প্রয়োজন অনুযায়ী দক্ষতার উপর ভিত্তি করে কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছেন কাজী আইটির প্রধান নির্বাহী মাইক কাজী।

জনবল নিতে চাকরি মেলা করবে কাজী আইটি

বুধবার রাজধানীর নিকুঞ্জতে কাজী আইটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মাইক কাজী।

তিনি বলেন, ‘কাজী আইটি ক্যারিয়ার বুটক্যাম্প’ নামের এই আয়োজন থেকে সাক্ষাৎকারের ভিত্তিতে তারা দক্ষ লোকবল নিয়োগ দেবেন।

যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েটদের ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে বলে জানান মাইক কাজী। কারণ হিসেবে তিনি বলেন, তারা দেশে থেকেই যুক্তরাষ্ট্রের কিছু ব্যাংকের কাজ করেন। এজন্যই এমন দক্ষতা থাকা প্রয়োজন।

রাজধানীর নিকুঞ্জে প্রধান কার্যালয়, ধানমণ্ডি এবং রাজশাহীর অফিসের জন্য লোকবল নেবে কাজী আইটি।

কাজী আইটি প্রতিষ্ঠা হয় ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। এরপর সেটি বাংলাদেশে এসে কার্যক্রম শুরু করেছে। দেশে বসেই কাজী আইটি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাজ করছে।

চাকরি মেলায় অংশ নিতে এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে। ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত