
রাজবাড়ী, ০২ নভেম্বর, এবিনিউজ : রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে আয়কর মেলার উদ্বোধন করতে এসে ব্যক্তিগত সহকারীর দিয়ে ফোন করিয়ে দর্শক ডেকে নিয়ে আয়কর মেলার অনুষ্ঠানস্থল পূর্ন করলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
জাতীয় রাজস্ব বোর্ড’র আয়োজনে আজ সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করতে এসে শিল্পকলা একাডেমিতে ২০-২৫ জন দর্শক দেখতে পান তিনি। এ সময় তিনি তার ব্যক্তিগত সহকারী মোঃ রওশনকে দিয়ে স্থানীয়দের ডেকে নিয়ে এসে শিল্পকলার ভিতরের অনুষ্ঠান স্থল পূর্ণ করেন।
তিনি বলেন, আয়কর সম্পর্কে দেশের মানুষকে এই বদ্ধ ঘরে মেলার আয়োজন করে আয়কর দেওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আগামীতে এ মেলা আজাদী ময়দানে জাগজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত করতে হবে। যেখানে ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হবে। আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সংরক্ষিত মাহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
একদিন পিছিয়ে দর্শকশূন্য মেলার এমন অবস্থা সম্পর্কে মেলা আয়োজন কমিটির সভাপতি কার অঞ্চল ৩ এর যুগ্ন কমিশনার হরিপদ সরকারকে কাছে জানতে চাওয়া চলে তিনি কোন উত্তর প্রদান করেননি। রজবাড়ীতে ২ তারিখ থেে ৫ তারিখ পর্যন্ত এ মেলায় ৯টি স্টল অংশগ্রহন করে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক