
ঢাকা, ০২ নভেম্বর, এবিনিউজ : রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকে ‘সাজানো নাটক’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, বেগম খালেদা জিয়া যাওয়ার পথে একটা সাজানো নাটক মঞ্চায়ন করতে চেয়েছিলেন। এটা করা হয়েছে সুচতুরভাবে, পরিকল্পিতভাবে।’
তবে জনগণ এই নাটক আর বিশ্বাস করে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তবে বাংলাদেশের জনগণ জানে বাস পুড়িয়ে, ট্রাক পুড়িয়ে হিংস্র খেলা কারা খেলে।’ তিনি বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের আগে পরে কী ঘটেছে তা কি আপনারা জানেন না? এগুলো তো তাদের পুরোনো অভ্যাস।’