শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবচরে গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের জেল

শিবচরে গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের জেল

মাদারীপুর, ০২ অক্টোবর, এবিনিউজ : মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকায় গাঁজা ব্যবসায়ী রমজান আলীকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে শিবচর থানার এসআই আবুল কালাম আজাদ ও এসআই জাহিদুল ইসলামসহ সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজাসহ রমজান আলীকে আটক করা হয়।

পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল রমজান আলীকে ৬ মাসের জেল দেন।

এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ জানান, শিবচরের পৌর এলাকায় দীর্ঘদিন ধরে রমজান আলী গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের জেল দেয়া হয়েছে।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত