![কিশোরগঞ্জের নিকলীতে জলমহাল ইজারাদারদের হামলায় গুলিবিদ্ধ ৬](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/02/guli-injured_108754.jpg)
কিশোরগঞ্জ, ০২ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের নিকলীতে জলমহালের ইজারাদার ও এলাকাবাসির মধ্যে সংঘর্ষে ঘটনায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিকলী ইউনিয়নের দামপাড়া ইউনিয়নের ছাকি ডুয়ার বিলে এ ঘটনাটি ঘটেছে। আহত একজন কিশোরগঞ্জ ও অন্য ৫ জনকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ছাকি ডুয়ার বিলের ইজারা নিয়েছে নোয়াপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি নামে একটি মৎস্যজীবি সংগঠন। ঘটনার সময় ইজারাদারের লোকজন বিলে বাঁধ দিতে গেলে বিলের পাড়ের কৃষকরা এতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে ইজারাদারের লোকজন গ্রামবাসীর উপর গুলিবর্ষণ করে। এতে গ্রামবাসী নাজমুল, রাব্বিল,বাচ্চু মিয়া,এরুক মিয়া, আ.বারিক, মেনু মিয়া গুলিবিদ্ধ হন।
দ্রুত নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত নাজমুলকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিকলী থানার ওসি তদন্ত শামসুল আলম সিদ্দিকি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/রাজ্জাক