![শুক্রবারের রাশিফল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/horoscope3_108791.jpg)
ঢাকা, ০৩ নভেম্বর, এবিনিউজ :নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ মানুষের সেই প্রাচীনকাল থেকেই। এ জানার অদম্য ইচ্ছার কারণেই জ্যোতিষশাস্ত্রের জন্ম। জ্যোতিষবিদ্যার রয়েছে অনেকগুলো পদ্ধতি। এর মধ্য নিউমারলজি বা সংখ্যা-জ্যোতিষ অন্যতম। এ পদ্ধতিতে জন্ম তারিখ, রাশির ভর সংখ্যা ও বছর বা দিনের নির্দিষ্ট সংখ্যা ইত্যাদি বিশেষ নিয়মে হিসাব করে ভাগ্যফল নির্ণয় করা হয়। যারা বিশ্বাসী তারা নিজের জীবনের সাথে মনে মনে মিলিয়ে দেখে। যারা অবিশ্বাসী তারা পড়ার পর ভুলে যাই। তবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস-অবিশ্বাস যাই থাকুক না কেন, নিজের ভবিষ্যতটা কিন্তু জানতে চান সবাই।
মেষ(২১মার্চ–২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা বানিজ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। শিল্পকলা কিংবা খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে কুশলী হতে হবে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।
অংশিদারী ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে। জীবন সাথীর সাহায্য পাবেন। পাওনাদারের টাকা পরিশোধ করতে পারেন। ট্রেডিং ব্যবসায় ভালো লাভ আশা করা যায়। নব দম্পতিদের বেড়াতে যাওয়ার যোগ রয়েছে।
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): কাজের লোকেদের ওপর বেশী নির্ভর করা ঠিক হবে না। হুট করে সিজেনাল অসুখে ভুগতে চলেছেন। ব্যবসায়ীরা কোনো নতুন কাজে ভ্রমনের সুযোগ পেয়ে যাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দূরের যাত্রা শুভ। গোপন শত্রুদের কার্যকলাপের উপর নজর রাখুন। কাজের লোকের দ্বারা কোনো উপকার আশা করতে পারেন।
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন):মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়।কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে শেষমেশ আপনিই লাভবান হবেন। পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। বিদ্যার্থীরা পড়াশোনায় সফল হবেন। সন্তানের পড়াশোনায় সাফল্য দেখে গর্বিত হতে পারেন। শিল্প কলার সাথে জড়িতরা নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সৃজশীল কাজের সাথে জরিত ইঞ্জিনিয়ার ও ইন্টেরিয়র ডিজাইনারদের নতুন কাজ পাবার সম্ভাবনা প্রবল।
শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই):পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রত্যাশা পূরণ হতে পারে। ভূ-স্থাবর সম্পত্তি লাভের যোগ প্রবল। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। ফ্লাট এপার্টমেন্ট বা স্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয়ে ভালো আয় রোজগার আশা করা যায়। কৃষি কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। আপনার সকল কাজে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে।বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পছন্দের মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না; হতাশ না হবার সম্ভাবনাই প্রবল ।
শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না।আজ ছোট ভাই বোনের উচ্চ শিক্ষা বা বিদেশ যাত্রা নিয়ে ব্যস্ত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। কম্পিউটার কম্পোজ ও প্রকাশকদের দিনটি ভালো অর্ডার লাভের। রেডিমেড গার্মেন্টস বা বস্ত্র ব্যবসায়ীরা নতুন কোনো অর্ডার পেতে পারেন। ব্যবসায় ভালো আয় রোজগার করতে পারবেন।
শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):কন্যা রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের সম্ভাবনা প্রবল। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয় করবেন। বাড়ীতে শ্যালক শ্যালিকার আগমন হবার সম্ভাবনা। মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা আজ ভালো রোজগার করতে পারবেন। খাদ্য ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। খাদ্য ও পোশাক ব্যবসায় কিছু আয় রোজগার হতে পারে।
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকাদেও দিনটি ভালো যাবে। আজ কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ব্যবসায়ীরা ব্যবসায় নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। চাকরীজীবীদের দিনটি ব্যস্ততায় কাটবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা প্রবল। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক পরিবেশ নিয়ে কিছুটা দু:শ্চিন্তায় থাকতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক কারনে দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবার সম্ভাবনা রয়েছে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। বিদেশযাত্রায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ফেসবুক দেখুন, কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। দূরের যাত্রা শুভ। মানসিক ভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। দুরের যাত্রা শুভ হবে। প্রবাসে নাগরিকত্ব বিষয়ে কোনো ভালো সংবাদ পেতে পারেন।
শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):আজ ব্যবসা বানিজ্যে বন্ধুর সহায়তা পাবেন। সাপ্লাইএর ব্যবসায় নতুন কাজের অর্ডার হতে পারে। স্টক ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বড় ভাই অথবা শ্রদ্ধাভাজন ব্যক্তির বাসায় বেড়াতে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে। চাকরীজীবীদের বকেয়া বিল আদায়ের জন্য দিনটি শুভ।
শুভ রং: মেরুন,শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ বেকারদের চাকরীলাভের যোগ বলবান। সরকারী চাকরী লাভের প্রচেষ্টা সফল হতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনৈতিক কাজে সফল হতে পারেন। ব্যবসায় পিতার সাহায্য পেতে চলেছেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে সরকারী প্রভাবশালী ব্যক্তির সাহায্য আশা করা যায়। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসবে।চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):ভাগ্য উন্নতিতে বিদেশ যাত্রার সুযোগ চলে আসবে। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেতে পারেন। ধর্মীয় বা আধ্যাত্মীক কাজে কোথাও যেতে হতে পারে। ব্যবসায়ীক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। ভুলবুঝাবুঝির থেকে সাবধানে থাকুন। পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ততা বাড়বে। প্রবাসে কর্মরতরা আকামা সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):আজ কাজ কর্মে ঝামেলার সম্মূখীন হতে হবে। আইনগত জটিলতা থেকে সতর্ক থাকুন। কোনো পুলিশ কর্মকর্তার দ্বারা হেনস্তার সম্মূখীন হতে পারেন। আজ বীমা বিক্রয় প্রতিনিধিদের দিনটি লাভদায়ক হতে পারে। ঔষধ ব্যবসায় ভালো আয়ের সম্ভাবনা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। সবকিছু বুঝে শুনে চললে কর্মস্থলে আপনার সাফল্য দেখে আজ অনেকে ঈর্ষান্বিত হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আপনার অবস্থান অপরিবর্তিত থাকবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩
এবিএন/জসিম/নির্ঝর