![বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া সেই তরুণ-তরুণীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/postogola+bridge--abn_108798.jpg)
ঢাকা, ০৩ নভেম্বর, এবিনিউজ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে।
এসআই রবিউল বলেন, ইমন ও আনিকার পরিবার পুলিশকে তাদের ছেলে-মেয়ে বুধবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিল। সকালে লাশ উদ্ধারের পর তারা শনাক্ত করেছে।
প্রথমে আনিকা এবং তারপর ইমন সেতু থেকে ঝাঁপ দেওয়ায় পুলিশ নিশ্চিত হতে পারেনি এটা আত্মহত্যা কিনা।
পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এসআই রবিউল।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে তাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার খবর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। নিহত ইমন (২০) সায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তার বাবা সুলতানের জমিজমা থাকলেও সেখানে বাড়িঘর নেই। আর আনিকা (১৮) নামের তরুণী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।
এবিএন/জনি/জসিম/জেডি