![ইন্দুরকানীতে জেল হত্যা দিবস উপলক্ষে র্যালী ও দোয়া অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/indurkandi-jel-hotta_108840.jpg)
ইন্দুরকানী (পিরোজপুর), ০৩ নভেম্বর, এবিনিউজ : ইন্দুরকানীতে জেল হত্যা দিবস উপলক্ষে র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪ নেতার প্রতিকৃতিতে
মাল্যদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা আ’লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আ’লীগ কার্যালয়ের সামনে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সাধারণ
সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন সেলিম, মাওলান শাহ আলম, উপজেলা আ’লীগের
সদস্য মো. সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মো. মেহেদী
হাসান রিপন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. ইকরামুল সিকদার,সাংগঠনিক সম্পাদক আবুবকর ছিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন হাওলাদার প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এবিএন/নাঈম খান/জসিম/নির্ঝর