![নড়াইলে কবি সাহিতিক সমন্বয় পরিষদের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/abnews-24.bbbbbbbbbbbbbbbb_108882.jpg)
নড়াইল, ০৩ নভেম্বর, এবিনিউজ : নড়াইল জেলা শিল্পকলা একাডেমি কবি সাহিতিক সমন্বয় পরিষদের মাসিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ৩ নভেম্বর সকাল১০ টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর কক্ষে অনুষ্ঠিত হয় উপস্থিত কবিদের স্বরোচিত ২৪হম কবিতা পাঠের আসর। অনুষ্ঠানে সভাপতির ভুমিকায় ছিলেন নড়াইল জেলা সাহিত্য পরিষদের নিয়মিত সিনিয়র সাংবাদিক কবি সাথি তালুকদার, কবি ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, সংগঠক যাযাবর মনির,কবি ও চিত্র শিল্পি বলদেব অধীকারি,কবি সৈয়দ নুর আলি, এসএম আব্দুল হক,কবি আজিজুর রহমান, কবি ওহিদুজ্জামান,
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন কবি নুর জালাল, আইয়ুব হোসেন, বাচ্চু মুন্সি, কবি আবু বক্কও মোল্লা,মনিকা মজুমদার, সরদার আবু শাহিন, খাঁন আনোয়ার হোসেন, শ্যামল কুমার সহ নড়াইল সদও লোহাগড়া এবং কালিয়ার কবিগণ উপস্থিত ছিলেন। পরে মুক্ত আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক ও নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, সিনিয়র সাংবাদিক কবি সাথি তালুকদার, সংগঠক কবি যাযাবর মনির,কবি ও চিত্র শিল্পি বলদেব অধীকারি,কবি সৈয়দ নুর আলি,কবি বাচ্চু মুন্সি। শিঘ্রই কয়েকজন সিনিয়র কবিদের নিয়ে জেলা প্রশাসক মহাদয়ের সঙ্গে সাক্ষাত করে কবিদের বিভিন্ন সমস্যা সমাধানের অনুরোধ করা হবে বলে একমত হন সবাই।
উল্লেক্ষ্য গত মাসের মাসিক কবিতা পাঠের আসরে নড়াইলের জেলা প্রশাসক মহাদয় উপস্হিত থেকে পুরা অনুষ্ঠান উপভোগ করেন এবং বিভিন্ন বিষয়ে অবগত হন। আজ ২৪ তম মাসিক কবিতা পাঠের আসরে মরহুম বিপেন সরকারের স্ত্রী পরলোকগমন করায় শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয।
এবিএন/সৈয়দ খায়রুল অলম/জসিম/তোহা