![চিতলমারীতে আটক ৯ জুয়াড়ীকে আদালতে প্রেরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/bagerhat_abnews24_108889.jpg)
বাগেরহাট, ০৩ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ী আটক হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আজ শক্রবার সকলে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকূল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার পরানপুর গ্রামে পুলিশের একটি দল জুয়াড়ীদের আস্তানায় অভিযান চালায়।
এ সময় ওই আস্তানা থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পরানপুর গ্রামের নাজমুল শেখ (৩৮), জাহিদুল ইসলাম (৩২), মজলুম শেখ (৩০), মো. শিমুল শেখ (৩৩), মো. কালু শেখ (৩৩), মো. শওকত শেখ (৩৪), মো. পলাশ বিশ্বাস ( ২৯), মো. তারিক শেখ (২২) ও চরচিংগুড়ি গ্রামের মো. কামরুল শিকদার (৪২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আজ শক্রবার সকলে আটকৃতদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/এস.এস সাগর/জসিম/তোহা