মানিকগঞ্জ, ০৩ নভেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিমের অফিসিয়াল সরকারী মোবাইল নাম্বারটি ক্লোনের অভিযোগ উঠেছে । ক্লোন করা নাম্বার থেকে ফোন করে মানিকগঞ্জের এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক মো:নাজমুছ সাদাত সেলিম এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক কে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পূর্বে মানিকগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: রঞ্জিত কুমার মন্ডল কে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সরকারী (০১৭১৫১০৮০৯৭) মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র ফোন করে মন্ত্রণালয় থেকে একটি প্রকল্প এনে দেওয়া হবে বলে দ্রুত বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলে। কিছুক্ষন পর পরে ডা: রঞ্জিত কুমার মন্ডল মানিকগঞ্জ জেলা প্রশাসকের ফোন দিয়ে টাকা কিভাবে পাঠাবে তা জান্তে চাইলে তখন বের হয়ে আসে কোন প্রতারক চক্র ডিসির নাম্বারটি ক্লোন করে প্রতারনা করছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম জানায়, বিষয়টি জেনে আমি সাথে সাথে অতিরিক্ত জেলা প্রশাসক কে প্রয়োজনী ব্যবস্থা নিতে বলি। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা পক্রিয়া চলছে। এ ছাড়াও দুপুরে ডিসি অফিস মানিকগঞ্জ ফেসবুক পেজে সকলকে সর্তক করে পোস্ট দেওয়া হয়েছে। পোস্ট হলো, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র কর্তৃক জেলা প্রশাসক, মানিকগঞ্জের মোবাইল নম্বর টি(০১৭১৫১০৮০৯৭) ক্লোন করা হয়েছে। যদি কেউ এই নম্বর থেকে অর্থ বা কোন প্রকার সুবিধা আদায়ের চেষ্টা করে তা না দেয়ার জন্য এবং তাৎক্ষণিক ভাবে জেলা প্রশাসক, মানিকগঞ্জের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক, মানিকগঞ্জ(০১৭১২৭৬১৮৭২) ও নেজারত ডেপুটি কালেক্টর (০১৮৪১৫০০০১৫) কে জানানোর জন্য অনুরোধ করা হল।
এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা