শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ, ০৩ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জে র‌্যালি, আলোচনাসভা ও রক্তদান কর্মসুচিসহ নানান কর্মসুচির মধ্য দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হচ্ছে। আজ শুক্রবার সকালে পুরাতন স্টেডিয়াম এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে বিশাল শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এরপর কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাকাউদ্দিন আহমেদ রাজনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর গ্রামের বাড়ি যশোদলের বীরদামপাড়ায় তার ভাতিজা জেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক ও বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশপাকুল ইসলমের নেতৃত্বে বাড়ির সামনে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে তারা মরহুমের খুনীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত