শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে মহিলা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি

বাউফলে মহিলা অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি

বাউফল (পটুয়াখালী), ০৩ অক্টোবর এবিনিউজ : পটুয়াখালীর বাউফল ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ডিবি পরিচয়ে অপহরন করে হত্যা করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকালে এ ঘটনায় অধ্যক্ষ মমতাজ বেগম বাউফল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। সূত্রে জানাযায়, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ ও বিএসএস পরীক্ষায় নকলের সুবিধা না দেয়ায় বৃহস্পতিবার ডিবি পরিচয়ে রাত ১০:৪৯ ঘটিকায় ও বিভিন্ন সময় একাধীকবার ১৭২৮২০০৬৪৫ নম্বর থেকে অধ্যক্ষ মমতাজ বেগমের ব্যবহৃত ০১৭১৫০৯০৬৮০ নম্বরে কল দিয়ে অপহরন করে নিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় অধ্যক্ষ আইনি সহায়তা চেয়ে গতকাল শুক্রবার বিকালে বাউফল থানায় একটি সাধারণ ডায়রি করেন। যাহার নং ১০৮ তারিখ ০৩.১১.১৭ইং। এ ব্যাপারে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত