![আগৈলঝাড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকারের মনসা মন্দির পরিদর্শন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/speaker_abnews_108922.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ০৩ নভেম্বর, এবিনিউজ : আমর কাব্যগ্রন্থ মনসা মঙ্গল রচয়িতা, মধ্যযুগের বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত ৫শ’ ২৩ বছরের পুরোনো মনসা মন্দির সস্ত্রীক পরির্দশনে আসেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান সভার স্পীকার।
আজ শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় মন্দির প্রাঙ্গনে এলে মন্দির কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি মনসা মন্দির অঙ্গন ও নাটমন্দির পরিদর্শন করেন।
পরে তিনি পরিদর্শন বইতে লেখেন, ‘স্বর্গীয় বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করলাম আজ। বরিশাল জেলা পরিদর্শন করে এমন ইতিহাস বিজড়িত স্থান দেখে আমি অভিভূত। এখানকার মন্দির কমিটির আতিথেয়তায় আমি মুগ্ধ। এই অঞ্চলের অধিবাসীদের সুখ ও সমৃদ্ধি কামণা করি।’
মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রেস মিডিয়ার কালচারাল সচিব মন্ডল রঞ্জন, বরিশাল মহানগর আওয়াম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালুকদার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা, ওসি (তদন্ত) আ. রহমান, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশগুপ্ত, বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এ্যাড. শুভাশীষ সমদ্দার শুভ, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, এনজিও পরিচালক কাজল দাশগুপ্ত, মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার, মহিলা সম্পাদিকা আভা মুখার্জী, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত, গৈলা ইউপি সদস্য শফিকুল ইসলাম টিটু তালুকদার প্রমুখ।
এ সময় মন্দির কমিটির সাবেক সভাপতি ড. নীলকান্ত বেপারী মনসামঙ্গল কাব্যের উপর তার নিজের লেখা দু’টি বই স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উপহার দেন।
এর আগে গৈলা ইউনিয়ন পরিষদ ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি