পটুয়াখালী, ০৩ নভেম্বর, এবিনিউজ : ইলিশ দেশের জাতীয় রুপালী সম্পদ, আর এ জাতীয় রুপালী সম্পদ রক্ষায় বাংলাদেশ জাতীয় মৎস্য অধিদপ্তর সরকারী ঘোষনা অনুযায়ী ১ নম্ভেম্বর থেকে আগামী ৩০ জুন ২০১৮ ইং পর্যন্ত জাটকা ইলিশ তথা, ইলিশ প্রজনন তারিখ পর্যন্ত পরিবহন, বিক্রি ও মৌজুদ নিষিদ্ধতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তারই ধারাবাহীকতা বজায় রাখতে পটুয়াখালীরর ইলিশ আমদানি ও রপ্তানির দক্ষিণ অঞ্চলের জিরো পয়েন্ট গলাচিপা উপজেলা থেকে ১ নভেম্বর ২০১৭ইং রোজ বুধবার বিকেলে সাংবাদিক ও গলাচিপা থানা পুলিশ এর সহযোগীতায়, মৎস্য কর্মকর্তার উপস্থীতে চিকনিকান্দী ব্রীজ থেকে গলাচিপা টু ঢাকা গামী অন্তরা পরিবহন থেকে, ৭ মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করা হয়।
পরে আটককৃত জাটকা ইলিশ, সিনিয়র গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও স্বল্প আয়ের জনসাধারণের মাঝে বিলি করা হলেও, সরকারি নির্দেশ অমান্যকারি অন্তরা পরিবহন গাড়ি ও চালককে কোন আইন প্রয়োগ না করেই ছেড়ে দেওয়া হয়।
এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/রাজ্জাক