![হোসেনপুরে জেলহত্যা দিবসে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/03/jail_abnews_108930.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৩ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুরে চার জাতীয় নেতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আল- আমিন অপু প্রমুখ।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি