বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়াইলে দু’দিনব্যাপী মোসলেম মেলা সমাপ্ত

নড়াইলে দু’দিনব্যাপী মোসলেম মেলা সমাপ্ত

নড়াইল, ০৩ নভেম্বর, এবিনিউজ : জারি সম্রাট মোসলেম উদ্দীনের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী ‘মোসলেম মেলা’ শেষ হয়েছে। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার তারাপুর গ্রামে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, জাসদ একাংশের কেন্দ্রীয় সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, জারিস¤্রাট মোসলেম স্মৃতি পরিষদের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, মোসলেম মেলা উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সদস্য সচিব মলয় কুন্ডু, মোসলেম উদ্দীনের ছেলে অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, মোসলেম উদ্দীন ছিলেন লোকসঙ্গীতের অন্যতম পথিকৃত। জারিগান পরিবেশনের মধ্য দিয়ে মোসলেম উদ্দীন সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। রচনা করেছেন বিভিন্ন ধরনের পালাগান।

মোসলেম উদ্দীনকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রধান অতিথি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল-জারি গান, গ্রাম্য খেলাধূলা, আলোচনা সভা, মধূ পূর্ণিমা অনুষ্ঠান, দোয়া ও মিলাদ মাহফিল।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত