বাউফল (পটুয়াখালী), ০৪ অক্টোবর এবিনিউজ : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ৪৬তম জাতীয় পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একাই স্থানে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলায়তনে দিবসটির উপরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, উপজেলা সমবায় অফিসার কামরুল ইসলাম প্রমুখ।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি