রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

তারাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

তারাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

তারাগঞ্জ (রংপুর), ০৪ নভেম্বর, এবিনিউজ : “উৎপাদনমূখী সমবায় করি-উন্নত বাংলাদেশ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা চত্তরে র‌্যালি প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী ভূমি অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,সমবায় অফিসার রেজিনা সুলতানা, বিআরডিবি অফিসার একেএম শামীম, সাংবাদিক সহকারী বিআরডিবি অফিসার রশিদুল ইসলাম।

তারাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

এছাড়া আরও বক্তব্য রাখেন বণিক সমবায় সমিতির পক্ষে জয়নাল আবেদীন আফান, আলমপুর ইসিও’র আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন ইউসিসি’র সভাপতি আওরঙ্গজেব খান নিপু, সহকারী পরিদর্শক মানিকা খাতুন উপজেলার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমিতি হিসেবে প্রয়াস এর পরিচালক শহীদুল ইসলাম ও তারাগঞ্জ আদর্শ শ্রমজীবি সমিতির সম্পাদক মাহবুব আলমকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত