![চিতলমারীতে জাতীয় সমবায় দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/rally_abnews_109070.jpg)
বাগেরহাট, ০৪ নভেম্বর, এবিনিউজ : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে শেষ হয়।
এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরহরি বৈরাগী, পল্লী দারিদ্র কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্মরণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এস.এস সাগর।
উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহকারি পরিদর্শক আসাদুজ্জামান মীর, উদয়ন বহুমুখি সমবায় সমিতির সভানেত্রী চারু বালা হীরা ও প্রফুল্ল কুমার বিশ্বাস। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/সাগর/জসিম/এমসি