শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে টমটম চাপায় স্কুল ছাত্র নিহত

বাউফলে টমটম চাপায় স্কুল ছাত্র নিহত

বাউফল (পটুয়াখালী), ০৪ নভেম্বর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে টমটম চাপায় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরেফিন অনি (১৩) টমটম চাপায় নিহত হয়েছেন। বাউফল কাগজিরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। আজ শনিবার সকালে আরেফিন (১৩) মটর সাইকেলে বিলবিলাস মাদ্রাসা থেকে বাউফল পৌরশহরের নিজ বাসায় আসার পথে কাগজীপুল এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা টমটমের সাথে মটর সাইকেলটির ধাক্কা লাগে।

এ সময় আরেফিন হোন্ডা থেকে ছিটকে পড়ে গিয়ে ঘারে প্রচন্ড আঘাত পায়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়া তাকে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। আরেফিনের মৃত্যু সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী.সহপাঠি, শিক্ষকরা ও অভিভাকরা হাসপাতালে ভিড় করতে থাকে এবং তারা বিক্ষোভে ফেটে পড়ে । নিহত আরেফিন বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেনীর মেদাবী ছাত্র এবং বিলবিলাস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক সোহরাব হোসেনের ছেলে।

থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানার ভিতরে নিতে চাইলে,জনতা তাতে বাধা দেন এবং স্থানীয় জনতা নিহত আরেফিনের লাশ থানার সম্মুখে ডাকবাংলো মধ্যে আটকে রাখে। পুলিশ লাশ ময়না তদন্ত জন্য পটুয়াখলী মর্গে নেয়ার জন্য একাধিকবার টেম্পু নিলে তা ফিরিয়ে দেয়। প্রতিনিধির রিপোট পাঠানো পর্যন্ত লাশ নিয়ে পুলিশ সাথে স্থানীয় জনতাদের সাথে টানা হেচরা চলছিল।

রিপোর্ট লেখাা পর্যন্ত লাশ স্থানীয় জনতাদের নিয়ন্ত্রনে রয়েছে। লাশ ময়না তদন্ত নিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, এসপি সাহেব সিদ্ধান্ত দিবেন। কর্তৃপক্ষের অনুমোদন পেলে আরেফিনের লাশ তার অভিভাবকের কাছে হস্থান্তর করা হবে ।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত