![সিরাজদীখানে বাস উল্টে তরুণী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/04/munshiganj-road-crash-abn_109123.jpg)
মুন্সীগঞ্জ, ০৪ নভেম্বর, এবিনিউজ : জেলার সিরাজদীখান উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত রুমা বেগম (২৬) ঢাকার দোহার উপজেলার মুকসেদপুর গ্রামের সামাদ ভুইয়ার মেয়ে।
আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার নিমতলা নামক স্থানের ওই দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাস যাত্রী আহত হয়েছন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোহারগামী সেবা পরিবহন ও নগর পরিবহন বাস দুটি প্রতিযোগীতা করে বেপরোয়া গতিতে চলছিল। মহাসড়কের নিমতলা নামক স্থানে এসে সেবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেপড়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আহত হন অন্তত ১৫ জন। আহতদের নিমতালা বসুমতি ও ঢাকা মিটফোট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি গোলাম মোর্শেদ তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী, শ্রীনগর ফায়ার স্টেশন এর দমকল কর্মী, সিরাজদীখান থানা পুলিশ, হাইওয়ে পুলিশের পৃথক টিম ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন।
তিনি জানান, রুমা বেগমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ।
এবিএন/জনি/জসিম/জেডি