বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : র‌্যাব ডিজি

রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : র‌্যাব ডিজি

রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে : র‌্যাব ডিজি

গোপালগঞ্জ, ০৪ নভেম্বর, এবিনিউজ : বাংলাদেশে পালিয়া আসা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।

আজ শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক। শেখ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে ‘মহিয়সী শামিমা পারভিন বৃত্তি প্রদান’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেনজির আহমেদ বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে সরকার পূর্ণাঙ্গভাবে সচেতন আছে এবং এই ব্যবস্থাপনা সম্পর্কে এরই মধ্যে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করেছে। যে সব হুমকি বা ঝুঁকি আছে সেগুলো সম্পর্কে সরকার সচেতন। আমরা মনে করি, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার এবং আমরা প্রস্তুত রয়েছি।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সরকার।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত